নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা নারী ও শিশুসহ ২০ রোহিঙ্গাকে চট্টগ্রামের বন্দর এলাকা থেকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রোহিঙ্গারা আশ্রয়শিবির থেকে পালিয়ে এসেছে বলে জানা গেছে।
আটক ২০ জন হলেন—মানজুরুল হক (৫০), ইউনুছ (২৫), তৈয়ব (৩২), ফারুক (২৫), সেলিম (২২), গনি ইসলাম (২২), রশিদা বেগম (২৪), পারভীন বেগম (২৩), আছিয়া (২০), নূর কাইয়ুম (১৮)। এছাড়া বিভিন্ন বয়সের শিশু রয়েছে ১০ জন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে নগরীর বন্দর থানার আনন্দবাজারে চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল এলাকা থেকে ২০ রোহিঙ্গাকে আটক করা হয় বলে জানায় পুলিশ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান জানান, ভোররাত সাড়ে ৪টার মধ্যে আনন্দবাজার এলাকায় একদল শিশুসহ নারী-পুরুষের সন্দেহজনক অবস্থায় দেখে স্থানীয় লোকজন। এরপর তারা তাদের আটকে রেখে পুলিশের খবর দেয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে তারা নিজেদের মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা বলে স্বীকার করে।
ওসি আরও জানান, রোববার দালালের মাধ্যমে ভাসানচর থেকে পালিয়ে আসে তারা। রাত ৯টার দিকে তাদের আনন্দবাজার এলাকায় সাগরপাড়ে নামিয়ে ট্রলার নিয়ে চলে যায় দালালরা। আমরা তাদের আবার ভাসানচরে ফেরত পাঠানোর চেষ্টা করেছি। তবে আপাতত তাদের উখিয়া ক্যাম্পে পাঠানো হচ্ছে।
তারা প্রথমে কক্সবাজারের উখিয়ায় এবং পরে ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে ছিল বলে জানান ওসি সুলতান।
ডিজে