যুব উন্নয়নে ‘টিম চিটাগং’র ৭০ ইভেন্ট, আট বছরে ৫৬৬ যুবককে প্রশিক্ষণ

চট্টগ্রামে যুব উন্নয়নে অনন্য ভূমিকা রাখছে ‘টিম চিটাগং’। তরুণদের দক্ষতা উন্নয়নে নতুন এক দিগন্ত উন্মোচন করে সংগঠনটি। বাস্তব অভিজ্ঞতা ও প্রেক্টিক্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে চট্টগ্রামে দীর্ঘ আট বছর ধরে কাজ করছে তারা। এর মধ্যে ৫৬৬ জন যুবকের দক্ষতা উন্নয়নে সক্ষম হয়।

যুব উন্নয়নে ‘টিম চিটাগং’র ৭০ ইভেন্ট, আট বছরে ৫৬৬ যুবককে প্রশিক্ষণ 1

ইমতিয়াজ উদ্দিন জিহাদের নেতৃত্বে যাত্রা শুরু করে ‘টিম চিটাগং’। এ পর্যন্ত আট বছরের যাত্রায় প্রায় ৭০ এর অধিক ইভেন্টের পাশাপাশি ২৯টি প্রকল্প বাস্তবায়িত করেছে সংগঠনটি। পরিচালনা করেছে ৩টি ক্যাপ্টেন ব্যাচ ও ৩টি ভলেন্টিয়ার ব্যাচ। এছাড়া এসময় ৭০টি সংস্থা ও ৩৫টি কোম্পানির সাথে পার্টনারশিপে যুক্ত হয় ‘টিম চিটাগং’।

জানা গেছে, সফট স্কিল, নেতৃত্বগুণ ও কার্যকর যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বারোপের মাধ্যমে ‘টিম চিটাগং’র কার্যক্রমে সরাসরি উপকৃত হয়েছে প্রায় ৪৮ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সংগঠনে যুক্ত হওয়ার আগে ছেলেদের মধ্যে যাদের স্কিল ছিল ৩৯ শতাংশ, সংগঠনের প্রকল্প বাস্তবায়নের পর তাদের স্কিল দাঁড়ায় ৮৩ শতাংশ। মেয়েদের ক্ষেত্রে তা ৩৪ শতাংশ থেকে ৭৬ শতাংশ উন্নীত হয়। প্রকল্পের আওতায় এসব তরুণ-তরুণীদের প্রকল্প পরিচালনার প্রশিক্ষণ দেয় ‘টিম চিটাগং’। এই প্রকল্পের আওতায় প্রায় ৫৬৬ জন যুবকের দক্ষতা উন্নয়নে সক্ষম হয় সংগঠনটি।

‘টিম চিটাগং’র হেড অব অপারেশন আবরার শাহরিয়ার আকিব বলেন, প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকে থাকতে হলে কেবল প্রথাগত শিক্ষাই যথেষ্ট নয়, প্রয়োজন বাস্তব দক্ষতা। সে লক্ষ্যেই কাজ করে ‘টিম চিটাগং’। শুধু সার্টিফিকেট অর্জন নয়, প্রকৃত দক্ষতা অর্জনই ‘টিম চিটাগং’র মূল লক্ষ্য। সংগঠনের বিভিন্ন প্রকল্পে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সফট স্কিলের উপর জোর দেওয়া হয়েছে, যাতে তারা কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে।

তিনি বলেন, তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘টিম চিটাগং’র দীর্ঘ আট বছরের পথচলা শেষ হলেও, সবচেয়ে বড় অর্জন ছিল যুবকদের আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধি। বর্তমানে এই প্রকল্পের সদস্যরা বিভিন্ন কর্মক্ষেত্রে সফলতার সঙ্গে কাজ করছেন। দক্ষতা উন্নয়নমূলক প্রকল্পগুলো যুবসমাজের জন্য কতটা কার্যকর হতে পারে, তা প্রমাণ করেছে ‘টিম চিটাগং’। তিনি জানান, ‘টিম চিটাগং’ শুধুমাত্র একটি প্রকল্প নয়, এটি চট্টগ্রামের যুবকদের জন্য এক বৈপ্লবিক উদ্যোগ, যা ভবিষ্যতে দেশের দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সালমা/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm