চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার এলাকায় পাজেরো ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হন। তার অবস্থাও আশংকাজনক।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পাজেরো ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে নিহত হন মোটরসাইকেল আরোহী মো. জামাল উদ্দিন। তিনি নগরীর প্রাইভেট গ্রিন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকের মার্কেটিং ম্যানেজার।
দুর্ঘটনায় গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহী জাহিদুল ইসলাম নয়ন (২৮) আইসিইউতে ভর্তি আছেন। তিনিও গ্রিন শিফা হাসপাতালে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার পর উপস্থিত লোকজন আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। শুক্রবার রাত ২টায় জামাল উদ্দিন চিকিৎসাধীন মারা যান।
আইসিইউতে থাকা জাহিদুল ইসলাম নয়নের নিকটাত্মীয় মাহবুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, নয়ন ও জামাল নগরীর প্রাইভেট হাসপাতাল গ্রিন শিফা হাসাপাতাল নিজ কর্মস্থল থেকে বাসা বাইকে করে ফিরছিলেন। সেই সময় উল্টো পথে আসা পাজেরো গাড়ির সাথে বাইকের সংঘর্ষ হয়। পাজেরো গাড়ি চালক মদ্যপান করে গাড়ি চালাচ্ছি। আমার শ্যালক নয়ন আইসিইউডে আছে। আরেকজন তখনই মারা গেছে। এ নিয়ে একটা মামলা দায়ের করা হয়েছে।
পাহাড়তলী থানার ওসি মোহাম্মদ জহির উদ্দিন বলেন, গতকাল রাতে টোল রোডের সরাই পাড়া এলাকায় বাইক এবং জিপের সংঘর্ষ হয়। এতে বাইক চালাক জামাল উদ্দিন মারা যান। নয়ন নামের বাইক আরোহী আইসিইউতে আছে।
তিনি আরও বলেন, জিপে কেউ মদ্যপান অবস্থায় ছিল কি-না আমরা সেটা জানতে পারিনি। তবে ঘটনাস্থলের লোকজন থেকে জানতে পেরেছি বাইকটা উল্টো পথে যাচ্ছিলো। আমরা অবশ্য তদন্ত করে দেখছি বিষয়টি। এ নিয়ে নিহতের ছোট ভাই মামলা করেছে। জিপ ও বাইক আমাদের কাছে জব্দ আছে।
আরএ/এমএফও