৪ ট্রেনের বিপুল পরিমাণ টিকেটসহ কালোবাজারি গ্রেপ্তার

রেলওয়ের বিভিন্ন ট্রেনের বিপুল পরিমাণ টিকেটসহ এক কালোবাজারিকে গ্রেপ্তার করেছে রেল
পূর্বাঞ্চলে নিরাপত্তার বাহিনী (আরএনবি)।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় মো. সুমন নামে এই কালোবাজারিকে গ্রেপ্তার করে আরএনবি’র ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা।

তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার উত্তর মোড়াইল থানা এলাকায়। তার বাবার নাম কুদ্দুস মিয়া।

গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে ঢাকা-চট্টগ্রাম মহানগর এক্সপ্রেস ট্রেনের ২৮টি, মহানগর গোধূলি ট্রেনের চারটি, চট্টলা এক্সপ্রেস ট্রেনের ৩৪টি, তুর্ণা এক্সপ্রেস ট্রেনের ৭টি টিকেট রয়েছে। এসব আন্তঃনগর ট্রেন চট্টগ্রাম-ঢাকা- চট্টগ্রাম চলাচল করে বলে নিশ্চিত হওয়া গেছে।

পূর্বাঞ্চল ব্রাহ্মণবাড়িয়া নিরাপত্তা বাহিনীর চীফ ইন্সপেক্টর (সিআই) আবু সুফিয়ান ভূঁইয়া জানান, ঢাকা অথবা চট্টগ্রাম অভিমুখী ট্রেন যাত্রীরা কাউন্টারের টিকেট না পেলে কালোবাজারিদের কাছে মোটা অংকের টাকায় টিকেট কিনতে বাধ্য হতো। গোপন সংবাদের ভিত্তিত্ব বিপুল টিকেটসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

জেএস/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!