s alam cement
আক্রান্ত
৫৯৯৯৯
সুস্থ
৪৯৬০৮
মৃত্যু
৭১১

চট্টগ্রামে র‍্যাবের গাড়ির ধাক্কায় পথেই কিশোরের মৃত্যু

0

চট্টগ্রামে র‍্যাবের গাড়ির ধাক্কায় মোহাম্মদ আইনুল (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন।

শুক্রবার (২ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে হালিশহরের ময়লার ডিপো এলাকার আউটার লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইনুল দক্ষিণ মধ্যম হালিশহর ২ নং সাইট মাইজপাড়ার মোহাম্মদ আবছারের ছেলে। আনন্দবাজার সাগড় পাড়ে রাস্তা পারাপারের সময় র‍্যাব-৭ এর মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন তিনি।

নিহত আইনুলের চাচাতো ভাই আবছার উদ্দিন বলেন, র‍্যাব সদস্যরা তিনিসহ আইনুলকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কতর্ব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শিলাব্রত বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাস্তা পারাপারের সময় র‍্যাবের গাড়ির সাথে ধাক্কা লেগে আইনুল মাটিতে পড়ে যান। এতে তিনি মাথায় আঘাত পান। র‍্যাব সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। ততক্ষণে তার মৃত্যু ঘটে।

এএস/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm