চট্টগ্রাম নগরীর সদরঘাটে এক শিশুকে ধর্ষণ মামলায় জাকির হোসেন নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।
জাকির হোসেন (৫৪) নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি বড়ই গাছতলা মিছি পুকুরপাড় এলাকার মৃত হাজী ঠান্ডা মিয়ার ছেলে।
জানা গেছে, ২০১৫ সালের ৮ মার্চ সকালে স্কুল থেকে ফিরে খেলার সময় জাকির হোসেন দুই শিশুকে বাসায় ডেকে নিয়ে যান। এই সময় এক শিশুকে ধর্ষণ ও অন্য শিশুকে ধর্ষণচেষ্টা করেন। এ বিষয়ে ভিকটিমের বাবা বাদি হয়ে নগরীর সদরঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার ভিত্তিতে পরদিন আসামিকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় মোট ছয়জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি খন্দকার আরিফুল আলম বলেন, ‘এক শিশুকে ধর্ষণ এবং অপর একজনকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাকির হোসেন নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।’
এছাড়া অর্থ অনাদায়ে আদালত আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন বলে জানান তিনি।
আরএ/ডিজে