আইআইইউসিতে নদভীর নেতৃত্বে তরান্বিত একাডেমিক পরিবেশ, আরববিশ্বের সন্তোষ প্রকাশ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী’র গতিশীল নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ ও অবকাঠামো উন্নয়ন তরান্বিত হয়েছে বলে মন্তব্য করেছেন আরববিশ্বের প্রতিনিধিরা।

প্রতিষ্ঠানটির ১১তম দ্বিবার্ষিক সাধারণ সভায় উপস্থিত আরববিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে অংশ নেওয়া অতিথিরা এ মন্তব্য করেন।

রোববার (৩০ অক্টোবর) চট্টগ্রামের ভাটিয়ারী গলফ ক্লাব অডিটোরিয়ামে সভার সমাপনী অধিবেশন সম্পন্ন হয়।

এর আগে গত শনিবার (২৯ অক্টোবর) রাতে হোটেল রেডিসন ব্লুতে সাধারণ সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

১১তম দ্বিবার্ষিক সভায় সভাপতিত্ব করেন মিশরের ইসলামিক কাউন্সিল ফর দাওয়াহ অ্যান্ড রিলিফের জেনারেল সেক্রেটারি ও আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের জেনারেল এসেম্বলির প্রেসিডেন্ট প্রফেসর ড. আব্দুল্লাহ আব্দুল আজিজ আল-মুসলিহ।

Yakub Group

এতে অংশ নেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মুহাম্মদ, উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ, বোর্ড অব ট্রাস্টের সদস্য রিজিয়া রেজা চৌধুরী, মিডিয়া প্রেস পাবলিকেশন্স এন্ড এডভারটাইজমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ, উপ উপাচার্য প্রফেসর ড. মছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, কন্ট্রোলার অব এক্সাম প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার প্রমুখ।

বিদেশী সদস্যদের মধ্যে সাধারণ সভায় উপস্থিত ছিলেন আলজেরিয়ার ডেপুটি স্পিকার ইউসুফ আজিচ্ছা, সোমালিয়ার ডেপুটি এডুকেশন মিনিস্টার ইঞ্জিনিয়ার আব্দি ফাতাহ ইসাক মোহাম্মদ, মালদ্বীপের শিক্ষামন্ত্রী ড. আব্দুল্লাহ রাশেদ আহমেদ, কুয়েতের ইন্টারন্যাশনাল ইসলামিক চ্যারিটেবল অর্গানাইজেশনের (আইআইসিও) ডিরেক্টার জেনারেল ইঞ্জিনিয়ার বদর সৌদ আল সুমাইত, মিশরের রিলিজিয়াস অ্যাফেয়ার্স রিপ্রেজেনটেটিভ নুর আল দীন মুহাম্মদ আব্দুল ওয়ারিস, সৌদি আরবের সাবেক ইসলামিক অ্যাফেয়ার্স প্রতিমন্ত্রী ড. আহমেদ আব্দুল্লাহ সুরুর আল সাব্বান, ইসলামিক স্কলার প্রফেসর ড. আকরাম নদভী, ওয়ার্ল্ড এসেম্বলি অব মুসলিম ইয়থের এডুকেশন বিভাগের ডিরেক্টর ড. আব্দুল আজিজ আল ফালেহ, মিশরের সাবেক মন্ত্রী প্রফেসর ড. সামী মুহাম্মদ আস শরীফ, সৌদি আরবের উম্মুল কুরা ইউনিভার্সিটির প্রফেসর ড. আহমেদ আল বান্নানি, তুরস্কের এডুরেস একাডেমির চেয়ারম্যান প্রফেসর ড. ইয়াকুব সিভিলেক, নেপালের সাবেক পররাষ্ট্র মন্ত্রী রেজওয়ান আনসার।

সাধারণ সভায় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক আয় ব্যয়ের অডিট রিপোর্ট, বিশ্ববিদ্যালয়ের বিগত দিনের অর্জন, ভবিষৎ পরিকল্পনা সমূহ পেশ করা হয়।

সভায় অংশগ্রহণকারী আরববিশ্বের প্রতিনিধিরা বলেন, ‘আইআইইউসির বিগত দিনের চেয়ে এখন অনেক শক্তিশালী। বোর্ড অব ট্রাস্টিজের বর্তমাান চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির গতিশীল নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ ও অবকাঠামো উন্নয়ন তরান্বিত হয়েছে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm