চট্টগ্রাম নগরীতে সুবিধাবঞ্চিত শিশুদের কোরবানি ঈদ উপলক্ষে খাবার বিতরণ করেছে ‘সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন’।
ফাউন্ডেশনের চেয়ারম্যান শাফি মোদাচ্ছের খান জৌতি ও প্রধান নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা মজুমদারের ব্যবস্থাপনায় নগরীর ১৫টি থানা এলাকায় এসব খাবার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আককাস উদ্দিন, ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আশরাফ উল্যাহ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আহমেদ শাহেদ।
চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি প্রতি বছর এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ জানান। এছাড়া যারা অর্থ, শ্রম ও মেধা দিয়ে মানবিক কাজে সবসময় পাশে আছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান।