দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় রাঙামাটি সদর উপজেলা ভূমি অফিসের কানুনগো দীনেশ কান্তি চাকমাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে রাঙ্গুনিয়া সাব-রেজিস্ট্রি অফিসে আরও আটজনের যোগসাজশে জালিয়াতির মাধ্যমে এক হাজার ৮০০ একর জমির নামজারি করেন দীনেশ কান্তি চাকমা। অভিযোগের ভিত্তিতে ২০১৯ সালের ২৮ জানুয়ারি দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর তৎকালীন উপসহকারী পরিচালক মো. শরিফ উদ্দীন বাদী হয়ে নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ওই মামলার আট নম্বর আসামি দীনেশ কান্তি চাকমা। তিনি সে সময় রাঙ্গুনিয়া উপজেলা ভূমি অফিসে কানুনগো হিসেবে কর্মরত ছিলেন।
শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘আসামি দীনেশ কান্তি চাকমা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। জামিনের সময় শেষ হওয়ায় বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে ফের জামিনের আবেদন করলে আদালত নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
আইএমই/ডিজে