চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যায় বিদ্যুৎস্পৃষ্টে মো. খোরশেদ নামের এক যুবকের মারা গেছেন।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় চরলক্ষ্যার বিশ্ব ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।
খোরশেদ (৩৫) ওই এলাকার মো. ইসহাকের ছেলে।
খোরশেদের চাচা ইয়াকুব বলেন, ‘নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোরশেদ গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘খোরশেদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
আইএমই/ডিজে