চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু

0

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১৩ জুন) বুধবার ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বারোআউলিয়া হাইওয়ে পুলিশের এসআই আমির উদ্দিন বলেন, ‘ভোর ছয়টার দিকে একদল বাইকার বেশ কয়েকটি বাইক নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম আসছিলেন। আসার পথে একটা বাইকের সামনে হঠাৎ একজন মানসিক ভারসাম্যহীন নারী পড়ে যান। এতে একটি বাইক দুর্ঘটনার শিকার হয়। ওই বাইকে স্বামী-স্ত্রী ছিলেন। তারা গুরুতর আহত হন। ঘটনাস্থলে মানসিক ভারসাম্যহীন নারী মারা যান। আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাইক চালকের স্ত্রীকেও মৃত ঘোষণা করেন।’

এখনো হতাহতের নাম পরিচয় জানা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আইএমই/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm