চট্টগ্রামে অস্ত্র, হত্যাচেষ্টাসহ ১৯ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার আসামির নাম মো. আমির হোসেন ওরফে জীবন (২৯)। তিনি হালিশহর থানাধীন ঈদঁগা বড়পুকুর পাড় এলাকার মো. আবুল হোসেনের ছেলে।
বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় সীতাকুণ্ড থানাধীন ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ৮ বছর ধরে পলাতক ছিলেন আমির হোসেন। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা এবং ডাকাতিসহ ১৯টি মামলা রয়েছে। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ডের ফকিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার সকালে র্যাব জীবনকে হালিশহর থানায় হস্তান্তর করেছে।
আইএমই/ডিজে