বিদেশে পলাতক চট্টগ্রামের ৫ জনসহ ১৯ নাবিকের বিরুদ্ধে হুলিয়া

বঙ্গোপসাগর হয়ে জাহাজে বিদেশের বন্দরে অবস্থানের পর পালিয়ে যাওয়া চট্টগ্রামের পাঁচজনসহ ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নৌ আদালত এসব নাবিক ১৩টি জাহাজ থেকে পালিয়ে যান।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রামের পাঁচজন হলেন—মোস্তফা কামাল, সানা উল্লাহ, মোহাম্মদ মিজানুর রহমান, মো. ইমরুল হোসেন এবং মোহাম্মদ ইব্রাহিম। এদের মধ্যে মোস্তফা কামাল নগরীর হালিশহর, মিজানুর ও সানা উল্লাহ সন্দ্বীপ, ইমরুল সীতাকুণ্ড এবং ইব্রাহিম মিরসরাইয়ে বাসিন্দা।

অপর ১৪ নাবিকরা হলেন— মো. সোহানুর রহমান, মোহাম্মদ আরিফুল ইসলাম, আবু সুফিয়ান, ইসকান্দার মিজি, মোহাম্মদ আনোয়ারুজ্জামান, মো. আব্দুল কুদ্দুস, আমিনুল ইসলাম, ওপি হোসেন, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ শেখ আলম, মো. মেহেদী হাসান, মো. আল আমিন, মো. ইমাম হোসেন ও এনামুল হক।

বিদেশের বিভিন্ন বন্দরে জাহাজ অবস্থানকালে তারা বন্দর ত্যাগ করে আর ফেরেননি। অন্যদের মধ্যে নোয়াখালী ও ফেনীর দুজন রয়েছেন। এছাড়া দেশের সাতটি জেলার রয়েছেন আরও সাত নাবিক। গত তিন বছরে বিদেশে পালান এসব নাবিক।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm