চট্টগ্রাম শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন ৬৮ হাজার ২৭১ জন শিক্ষার্থী। এদের মধ্যে বেশিরভাগের আবেদন ইংরেজিতে।
১৫ অক্টোবর এইচএসসি পরীক্ষা ফলাফল প্রকাশের পর যারা অকৃতকার্য হয়েছে বা আশানুরূপ ফল পায়নি সেসব শিক্ষার্থীরাই পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এএমএম মুজিবুর রহমান বলেন, পুনঃনিরীক্ষণের জন্য যারা আবেদন করেছে চট্টগ্রামে অভিজ্ঞ শিক্ষক দিয়ে পুনঃযাচাই-বাছাই করে উত্তরপত্রে কোনো ভুল হলে তা সংশোধন করে পুনরায় ১৩ নভেম্বর ফল প্রকাশ করা হবে। এবার সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজিতে।
আরএ/ডিজে