চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১১১ জন নতুন আক্রান্ত হয়েছেন। এনিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৩৪ জন। তবে এদিন কারও মৃত্যু হয়নি।
রোববার (২৩ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য মতে, আক্রান্ত ১১১ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৭১ এবং বেসরকারি হাসপাতালে ৪০ জন ভর্তি আছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২৭১ জন রোগী। শুধুমাত্র জুলাই মাসে এক হাজার ৫৬৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
তবে চলতি বছরে মোট ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ৩ জন, জুনে ৬ জন এবং জুলাইয়ে মারা গেছেন ১৩ জন ডেঙ্গু রোগী।
আরএ/ডিজে