চট্টগ্রাম ইপিজেডে শ্রমিকদের কর্মবিরতি, মামলায় হয়রানির অভিযোগ

পুলিশের মামলা থেকে অব্যাহতির দাবিতে কর্মবিরতি পালন করেছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি পোশাক কারখানার শ্রমিকরা।

‘জিনস ২০০০ লিমিটেড’ নামে প্রতিষ্ঠানটির শ্রমিকদের দাবি, তাদের নামে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে ইপিজেডের মুখে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কার্যালয়ের সামনে তারা কর্মবিরতি পালন করেন।

পুলিশ ও বেপজা জানায়, ২০২৪ সালের জানুয়ারি মাসে ইপিজেডের ভেতরের শিল্প পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে ইপিজেড থানায় একটি মামলা করে। তবে মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলাটি বর্তমানে শিল্প পুলিশ তদন্ত করছে।

চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, মামলা তদন্তে বিভিন্ন জেলা-উপজেলায় সন্দেহভাজন শ্রমিকদের বাড়িতে খোঁজখবর নিচ্ছে পুলিশ। তাদের মধ্যে জিনস ২০০০ লিমিটেডের কয়েকজন রয়েছেন। এই ঘটনায় হয়রানি দাবি করে কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা।

সিইপিজেডের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহান জানান, পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় শ্রমিকদের হয়রানি করা হচ্ছে, এমনটা দাবি করে কর্মবিরতি পালন করছে জিনস ২০০০ লিমিটেডের শ্রমিকরা। সেখানে প্রায় সাড়ে ৩ হাজার শ্রমিক কর্মরত।

ডিজে

ksrm