চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন রোডে জুমার নামাজের সময় অভিনব এক ডাকাতির ঘটনা ঘটেছে। সাংবাদিক পরিচয়ে প্রবেশ করা একদল দুর্বৃত্ত বৃদ্ধা ও গৃহকর্মীদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন এবং নতুন কেনা একটি টয়োটা করোলা গাড়ি লুট করে নিয়ে যায়।
ঘটনাটি ঘটে শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে, ঠিক জুমার নামাজের সময়।
পুলিশ জানায়, প্রায় ১২-১৩ জন অজ্ঞাত ব্যক্তি, যাদের মধ্যে তিনজন নারীও ছিলেন, নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ভবনে প্রবেশ করেন। তারা গৃহকর্ত্রী আমিনা আহমেদের বাসার খোঁজ চায় এবং কিছুক্ষণের মধ্যেই জোর করে ওই ফ্ল্যাটে ঢুকে পড়ে। সন্তানরা বিদেশে থাকায় তিনি গৃহকর্মীদের নিয়েই বাসায় থাকেন। ভবনটির অন্য ফ্ল্যাটের পুরুষ সদস্যরাও ওই সময় জুমার নামাজে মসজিদে অবস্থান করছিলেন।
জানা গেছে, ঢোকার পর দুর্বৃত্তরা বাসায় থাকা সবার মোবাইল ফোন কেড়ে নেয় এবং ‘অবৈধ জিনিস তল্লাশি’র অজুহাতে পুরো ঘর তছনছ করে। একপর্যায়ে তারা গৃহকর্ত্রী ও গৃহকর্মীদের জিম্মি করে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে নেয়।
পরে বাড়ির নিচে পার্ক করা সদ্য কেনা টয়োটা করোলা গাড়িটি ‘তল্লাশি’ করার কথা বলে গৃহকর্মীকে সঙ্গে নিয়ে নেমে যায়। একপর্যায়ে গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে গাড়িটিসহ পালিয়ে যায় তারা।
রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার আমিরুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ঘটনা জানার পর আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। পুলিশ কাজ করছে।’
তবে এখন পর্যন্ত ডাকাতদলের কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে তিনি জানান।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ঘটনার বিষয়ে কিছু বলতে রাজি হননি।
এর আগে ডাকাতি হয়েছিল ডিজিএফআই পরিচয়ে
গত ২৪ জানুয়ারি রাতে খুলশীর সানমার রয়্যাল রিচ বিল্ডিংয়ের অষ্টম তলায় যমুনা অয়েল কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীর ফ্ল্যাটে ডাকাতির ঘটনা ঘটেছিল। ডাকাত দলের সদস্যরা ওই সময় নিজেদের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদস্য বলে পরিচয় দেয়।
অন্তত ১৫ ডাকাত দুটি মাইক্রোবাসে করে রাত ১০টার দিকে ওই ভবনে আসে। তারা নিরাপত্তাকর্মীর হাত-পা ও চোখ বেঁধে ফেলে। মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ডাকাতরা ইন্টারকম সংযোগও বিচ্ছিন্ন করে দেয়। এরপর ডাকাতদলটি গিয়াস উদ্দিন আনসারীর ফ্ল্যাটে ঢুকে মালামাল লুটের চেষ্টা করে। একপর্যায়ে তারা সিন্দুক ভাঙার চেষ্টা করলে প্রতিবেশীরা ৯৯৯ এ ফোন করে পুলিশকে খবর দেয়। খুলশী থানা পুলিশের একটি দল ওই ভবনে অভিযান চালিয়ে ১২ ডাকাতকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ভুয়া ডিজিএফআই পরিচয়পত্র, তিনটি খেলনা পিস্তল, একটি মাইক্রোবাস ও একটি শাবল জব্দ করা হয়। এ সময় তিনজন পালিয়ে যান।
সাংবাদিক পরিচয়ে তল্লাশির ভিডিও হয়েছিল ভাইরাল
গত জুনে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য পরিচয় দেওয়া এক যুবককে নগরের বহদ্দারহাট এলাকার একটি গেস্টহাউসে ঢুকে কক্ষে কক্ষে তল্লাশি চালানোর ভিডিও ভাইরাল হয়। এতে অতিথিদের ভিডিও ধারণ ও জেরা করতে দেখা যায় হান্নান রহিম তালুকদার নামের ওই ব্যক্তিকে। আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের বাসিন্দা ওই যুবককে পুলিশ পরে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।