s alam cement
আক্রান্ত
১০২২৪৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৫

চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউটে সিনিয়রদের পিটালো জুনিয়ররা, ১০ ছাত্র হাসপাতালে

0

কথা কাটাকাটির জেরে চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্রদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. ফজলে রাব্বি (১৭), মো. রাশেদুল ইসলাম (১৮), মো. ফয়েজ উদ্দিন (১৭), মোহাম্মদ উল্ল্যাহ আশরাফ সৌরভ (১৮), আশরাফুল ইসলাম আশিক (১৭), রাজিব হোসেন (১৮), অভিজিৎ দত্ত (১৮), পারভেজ হোসাইন (১৯), মো. মাইদুল হাসান (১৮), বাপ্পারাজ তালুকদার।

এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ১০ জনের নাম উল্লেখ করে আরো ১৫ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করে বায়েজিদ বোস্তামি থানায়।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার পুলিশ পরিদর্শক (ওসি) কামরুজ্জামান বলেন, ‘তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে পঞ্চম পর্বের জুনিয়ররা সপ্তম পর্বের সিনিয়রদের ওপর হামলা চালায়। মুলত ক্যাম্পাসে আঞ্চলিক রাজনীতির প্রভাব বিস্তার করতেই এমন সংঘর্ষে জড়ায় তারা।’

তিনি আরও বলেন, ‘ক্যাস্পাসের নোয়াখালী গ্রুপ ও কুমিল্লা গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হয়। পরে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ক্যাম্পাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউটে মারামারির ঘটনায় আহত ১০ জনকে চমেক হাসপাতালের ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।’

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm