কেন্দ্রীয় জামে মসজিদের দোকান বরাদ্দ দেওয়ার কথা বলে বরাদ্দ প্রত্যাশীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে ৪৫ লাখ টাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করেছেন তারা। সে জায়গায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ করেছেন মার্কেট। সেই মার্কেটের দোকান কিছু করে দিয়েছেন বিক্রি, কিছু দিয়েছেন ভাড়া। কিন্তু সেই বিক্রি ও ভাড়ার টাকা যায়নি স্কুল ফান্ডে। কেবল এ বাবদ আত্মসাত করা হয়েছে ২৯ লাখ ৪০ হাজার টাকা।
এখানেই শেষ নয়, সরকারি জায়গা দখল করে জাগো ফাউন্ডেশন নামে একটি সংস্থার কাছে অনৈতিক চুক্তির মাধ্যমে হস্তান্তর করে হাতিয়ে নেওয়া হয়েছে ২৮ লাখ ১১ হাজার টাকা। আবার সরকারি জায়গার দখলসত্ত্ব বিক্রি ও ভাড়া বাবদ আত্মসাৎ করেছেন তারা ৪৫ লাখ ৩৬ হাজার টাকা। পাশাপাশি করেছেন সরকারি পাহাড় দখল করে বাড়ি নির্মাণ, পুকুর খনন, ভাড়া ঘর নির্মাণের মতো অপরাধও।
মাত্র ৮ বছর কাউন্সিলের চেয়ারে বসে এমন কান্ডগুলো ঘটিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের লালখান বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল ফজল আহমদ। ২০১২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত কাউন্সিলর ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি, কাউন্সিলর আবুল ফজল কবির আহমদসহ চারজনের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৮ নভেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. আবু সাইদ বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক মোহাম্মদ লুৎফুল কবির চন্দন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তাদের বিরুদ্ধে পাহাড় দখল করে বাড়ি নির্মাণ, সরকারি জায়গার দখলসত্ত্ব বিক্রি ও মসজিদের দোকান বরাদ্দের নাম করে টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এসব মামলায়।
দুদক সূত্রে জানা গেছে, সরকারি জায়গার দখলসত্ত্ব বিক্রি ও ভাড়া বাবদ ৪৫ লাখ ৩৬ হাজার টাকা আত্মসাত, সরকারি পাহাড় দখল করে বাড়ি নির্মাণ, পুকুর খনন, ভাড়া ঘর নির্মাণের অভিযোগে লালখান বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল ফজল আহমদের নামে একটি মামলা করে দুদক। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।
জাগো ফাউন্ডেশন নামে একটি সংস্থার সঙ্গে ক্ষমতার অপব্যবহার করে অনৈতিক চুক্তির মাধ্যমে সরকারি জায়গা দখল হস্তান্তর বাবদ ২৮ লাখ ১১ হাজার টাকা আত্মসাত করার অভিযোগে আবুল ফজল আহমদ ও জাগো ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ফয়সাল সিদ্দিকীর নামে মামলা দায়ের করা হয় দুদকের পক্ষ থেকে। দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
এছাড়া লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত নকশা ছাড়া মার্কেট নির্মাণ করে দোকান বিক্রি এবং ভাড়ার অর্থ স্কুল ফান্ডে জমা না দিয়ে ২৯ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাবেক কাউন্সিলর আবুল ফজল আহমদের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে। দণ্ডবিধির ৪০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এই মামলাটি দায়ের করা হয়েছে।
লালখান বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দোকান বরাদ্দ দেওয়ার কথা বলে বরাদ্দ প্রত্যাশীদের কাছ থেকে ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আবুল ফজল আহমদ, মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি কাজী মাহমুদ ইমাম বিলু ও প্রাক্তন সাধারণ সম্পাদক এ এন ফারুক আহমদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়।
২০১২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত আবুল ফজল লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর থাকা অবস্থায় এসব দুর্নীতি সংঘটিত হয় বলেও জানায় দুদক কর্মকর্তারা।
বিএস/এমএফও