s alam cement
আক্রান্ত
৫১৪৯৯
সুস্থ
৩৭৪৯৪
মৃত্যু
৫৭৩

চট্টগ্রাম নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী জাহিদ-খোকন ইয়াবাসহ গ্রেফতার

0

চট্টগ্রামের অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী বন্দর-ডবলমুরিং এলাকার মাদকের অন্যতম নিয়ন্ত্রক জাহিদ-খোকন গ্রুপের প্রধান জাহিদ হাসান প্রকাশ জাহিদুল ইসলাম জাহিদ (৩২) ও মঞ্জুরুল আলম খোকনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ মে) গভীর রাতে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ৯ নম্বর রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের উভয়ের বিরুদ্ধেই ৮টি করে মামলা রয়েছে।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘জাহিদ ও খোকন ডবলমুরিং ও বন্দর এলাকার মাদক ব্যবসার অন্যতম নিয়ন্ত্রক। তাদের গ্রুপে আরও ১০ জন আছে। তারা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে আবার বিভিন্ন স্থান থেকে ক্রেতাও সংগ্রহ করে। গতকাল (বুধবার) রাতে তারা তাদের সাঙ্গপাঙ্গদের মাঝে ইয়াবা বিলির জন্য সিডিএ আবাসিক এলাকা ৯ নম্বর রোডের মাথায় অবস্থান করছিল। এসময় পুলিশ অভিযান চালালে তারা পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে জাহিদকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য মতে, খোকনকেও গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

আইএমই/এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm