s alam cement
আক্রান্ত
৫১৪৯৯
সুস্থ
৩৭৪৯৪
মৃত্যু
৫৭৩

পেটের ভেতর ইয়াবা পাচারের চেষ্টা, দুই কারবারি ধরা

0

অভিনব কৌশলে পেটের ভেতর ইয়াবা পাচারের চেষ্টাকালে ৩ হাজার ১০০ পিস ইয়াবাসহ ২ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

বৃহষ্পতিবার (২০ মে) রাত ১০টার সময় সাতকানিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের গোয়াজর পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ৮ নং ওয়ার্ডের মুচার খোরা এলাকার মো. সুলতানের ছেলে মো. ছালাম(৪০) ও চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের গোয়াজর পাড়ার মৃত বাদশা মিয়ার ছেলে মো. হানিফ (৪০)

জানা যায়, সাতকানিয়া পৌরসভার গোয়াজর পাড়ার ডলু পুকুরপাড় এলাকায় অভিনব কৌশলে পেটের ভিতর ইয়াবা পাচারের চেষ্টা করে ২জন। খবর পেয়ে সাতকানিয়া থানার সহকারী উপ পরিদর্শক দীপক চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিমতে মো. ছালামের পেট হতে বিশেষ কায়দায় ট্যাপ মোড়ানো জাম আকৃতির ৬২টি ইয়াবার পোটলা উদ্ধার করা হয়। প্রতি পোটলায় ৫০ পিস করে ইয়াবা রয়েছে।

সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করা হয়েছে।

Din Mohammed Convention Hall

কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm