চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর পরিদর্শনে প্যারিস প্রফেসর আঁলা মনতাখেল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর পরিদর্শনে এলেন প্যারিস প্রফেসর আঁলা মনতাখেল।

সোমবার (২৪ অক্টোবর) জাদুঘরে তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয় জাদুঘরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেণু কুমার দে, চবি চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রণব মিত্র চৌধুরী, প্যারিস শিল্পী জনাব রাজিব শেখ
চবি জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জাদুঘরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ অতিথিদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরে রক্ষিত ইতিহাস ঐতিহ্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে ব্রিফিং করেন এবং জাদুঘর ঘুরে দেখান।

চবি জাদুঘরের সন্মানিত পরিচালক অতিথিকে চবি জাদুঘর কর্তৃক প্রকাশিত Stone Sculpture (পাথরের ভাষ্কর্য), Coin Catalogue (মুদ্রা তালিকা) প্রকাশনার কপি ও স্যুভেনির উপহার হিসেবে প্রদান করেন।

Yakub Group

উল্লেখ্য, প্রফেসর আঁলা মনতাখেল প্রত্নতত্ত্ব (Archaeology), ভাষ্কর্য (Sculpture) ও পুরাতন মুদ্রা (Old Coin) সম্পর্কিত গবেষণা কাজে চবি জাদুঘর পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে তিনি চবি জাদুঘরে রক্ষিত পরিদর্শন বইতে তাঁর মতামত প্রকাশ করে স্বাক্ষর করেন।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm