সেন্টমার্টিনে কন্টেইনার নিয়ে ভেসে এলো ‘পরিত্যক্ত’ বিদেশি জাহাজ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উত্তাল সাগর থেকে টেকনাফের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে একটি বিশাল বিদেশি জাহাজ ভেসে এসেছে। জাহাজটি ছেঁড়া দ্বীপে আটকা পড়েছে।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে জাহাজটি ভেসে আসে। তবে এতে লোকজন নেই বলে জানান স্থানীয়রা।

স্থানীয়রা আরও জানান, নাবিকবিহীন জাহাজটির ওপরের অংশ খোলা। এতে অনেক কন্টেইনার ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। জাহাজটিতে কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটি তীরে এসেছে। এটা কোন দেশের সেটাও বুঝতে পারছি না। পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনকে অবহিত করেছি।’

ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm