চট্টগ্রাম মেডিকেলের নার্সরা কর্মবিরতিতে গেলেন, হামলার বিচার চেয়ে চলছে বৈঠক

0

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্টাফ নার্সদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার ঘটনায় কর্মবিরতি দিয়েছে হাসপাতালের নার্সরা। এ ঘটনায় শাস্তি দাবিতে তারা হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠকে বসেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল। আর নার্সরা কাজ ফেলে পরিচালকের রুমের সামনে অবস্থান করছিল।

তবে এ সময় চট্টগ্রাম মেডিকেল জরুরি বিভাগসহ বিস্ফোরণে অগ্নিদগ্ধ রোগীদের ওয়ার্ড ২৬, ৩১ ও ৩৬ নম্বরের নার্সরা কাজে ছিলেন বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৭ জুন) বিকাল ৪টায় মেডিকেলের ছাত্রলীগ নেতা অভিজিৎ দাশ-তৌফিকুর রহমান ইয়নের নেতৃত্বে একদল ইন্টার্ন চিকিৎসক ২৬ নম্বর ওয়ার্ডের নার্সদের ওপর হামলা চালায়। এতে তাসলিমা নামের এক নার্স আহত হন। তাসলিমা সন্তানসম্ভবা।

চট্টগ্রাম মেডিকেলের স্টাফ নার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আশু চৌধুরী বলেন, ‘আমরা পরিচালকের রুমে অবস্থান করছি। ছাত্রলীগ নেতাকর্মীদের ডেকেছে পরিচালক। তবে ছাত্রলীগ কর্মীরা বৈঠকে অসৌজন্যমূলক আচরণ দেখায়। তারা দোষ স্বীকার করেনি।’

তিনি বলেন, ‘এ ঘটনায় জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত আমাদেরও কর্মবিরতি চলবে।’

Yakub Group

নার্সদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার পর হাসপাতালের নিচে প্রচুর ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। এ ঘটনায় চট্টগ্রাম মেডিকেলে উত্তেজনা বিরাজ করছে।

বিএস/আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm