জেলা প্রশাসকই চিটাগং কো-অপারেটিভ হাউজিংয়ের দায়িত্বে, সুপ্রিমকোর্টের রায়

0

নির্বাচন নিয়ে নজিরবিহীন অনিয়মের অভিযোগ ওঠার পর চিটাগং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচনী ফলাফল স্থগিত ঘোষণা করে চট্টগ্রামের জেলা প্রশাসককে অন্তবর্তীকালীন প্রশাসক নিয়োগের আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ। দায়িত্ব পালনকালীন উভয়পক্ষকে স্থিতাবস্থা (স্ট্যাটাস ক্যু) বজায় রাখার জন্য নিদের্শনা দিয়েছেন সুপ্রিম কোর্ট।

৩০ মে বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত আপিল বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ উভয়পক্ষের শুনানি শেষে এই রায় দিয়েছেন।

এর আগে সোসাইটির সদস্য চৌধুরী মো. সালাউদ্দিন আকবর কর্তৃক গত ৫ ডিসেম্বর দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলরুজ্জামানের সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ চিটাগং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচনী ফলাফল স্থগিত করে দেন। একইসঙ্গে গত ৪ নভেম্বরের নির্বাচন ও নির্বাচনী ফলাফল স্থগিত ঘোষণা করে চট্টগ্রামের জেলা প্রশাসককে অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশও দেওয়া হয়।

পরে এই রায়ের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আপিল করেন বিতর্কিত নির্বাচনে সোসাইটির সাধারণ সম্পাদক দাবিদার আলমগীর পারভেজ। এর প্রেক্ষিতে চেম্বার জজ আদালত হাইকোর্ট প্রদত্ত রায় স্থগিত করে তা নিষ্পত্তির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। সর্বশেষ ৩০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের আদেশই বহাল রাখলেন।

জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত এটর্নি জেনারেল সিনিয়র আইনজীবী শেখ মোহাম্মদ মোর্শেদ, বাদী চৌধুরী মোহাম্মদ সালাউদ্দিন আকবরের পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র এডভোকেট এএফ হাসান আরিফ এবং সোসাইটির পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র এডভোকেট শাহ মঞ্জুরুল হক।

Yakub Group

১৯৫১ সালে প্রতিষ্ঠিত হওয়া চিটাগং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন নিয়ে নানা অনিয়মের অভিযোগ ছিল শুরু থেকেই। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের একই দিনে নজিরবিহীনভাবে নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচন কমিটির পরিবর্তে সোসাইটির সাধারণ সম্পাদক কর্তৃক নির্বাচনী নোটিশ প্রকাশ ও প্রচারসহ বিভিন্ন অনিয়মের কারণে পুরো নির্বাচনই বিতর্কের মুখে পড়ে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm