চট্টগ্রাম রেলে স্লিপার রেখে পালালো দুই চোর, অটোচালক গ্রেপ্তার

চট্টগ্রামের লোকোসেড থেকে স্লিপার চুরি করতে গিয়ে ধরা খেলো এক সিএনজি অটোরিকশা চালক। তবে এ ঘটনায় জড়িত দুই চোর পালিয়ে গেছে। তার গাড়ি থেকে দুটি স্লিপার উদ্ধার করা হয়।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী স্টেশন ফুট ওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার সিএনজি অটোরিকশা চালক হলেন—মো. মহিউদ্দিন (৪৩)। তিনি ভোলা জেলার উত্তর চাচাড়া গ্রামের বাসিন্দা। তবে বর্তমানে তিনি ডবলমুরিং থানার ঈদগাঁওয়ের মোল্লাপাড়ায় থাকেন।

এ ঘটনায় চট্টগ্রামের রেলওয়ে থানায় আরএনবির হাবিলদার কৃষ্ণ পদ চক্রবর্তী বাদি হয়ে মামলা করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, রেলওয়ের লোকোসেড থেকে দুটি স্লিপার চুরি করে নিয়ে যাচ্ছিলো দুইজন ব্যক্তি। তারা স্লিপারগুলো নিয়ে পাহাড়তলী স্টেশনের ফুট ওভার ব্রিজের সামনে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশায় তুলছিলেন। এ সময় আরএনবির হাবিলদার কৃষ্ণ পদ চক্রবর্তী তাদের ধাওয়া দিলে দুই চোর স্লিপার অটোরিকশায় রেখে পালিয়ে যায়। এ সময় আরএনবি সদস্যের হাতে ধরা পড়েন অটোরিকশা চালক মহিউদ্দিন।

তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন দুই চোরের নাম ও ঠিকানা জানাতে পারেননি।

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm