চট্টগ্রামের স্বাধীন বাংলা ফুটবল একাডেমির চেয়ারম্যান হলেন শিবলী নোমান রিফাত

চট্টগ্রামের স্বাধীন বাংলা ফুটবল একাডেমির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ক্রীড়া সংগঠক, সাবেক ফুটবল খেলোয়াড় ও মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ শিবলী নোমান রিফাতকে চেয়ারম্যান মনোনীত করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর চকবাজারের সংগঠনের কার্যালয়ে একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী জামশেদ আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সবার সম্মতিতে ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন—মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হায়দার খান এবং লাকি আকতার, মো. শাহাবুদ্দিন মোহাম্মদ বায়েজিদ, মেহেদী হাসান পিয়াল ও উজ্জ্বল সিয়াম।

ইতোমধ্যে একঝাঁক তরুণ খেলোয়াড়দের নিয়ে চট্টগ্রাম স্বাধীন বাংলা ফুটবল একাডেমির প্রশিক্ষণ শুরু হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm