চট্টগ্রাম শহরের ৫ লাখ ৩৬ হাজার শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে রোববার

চট্টগ্রাম নগরীর সিটি কর্পোরেশন এলাকার ৪১টি ওয়ার্ডে রোববার (১৮ জুন) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

রোববার (১৮ জুন) নগরীর ৪১টি ওয়ার্ডে এক হাজার ৩২১টি টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৮১ হাজার শিশুকে নীল রঙের এবং ১ থেকে ৫ বছর বয়সী ৪ লাখ ৫৫ হাজার শিশুকেকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সকাল ৮ টা থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে বিকাল চারটা পর্যন্ত।

শনিবার (১৭জুন) সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

s alam president – mobile

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রান। উপস্থিত ছিলেন জাতীয় পুষ্টি সেবা, জনসাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মঞ্জুর আল মোরশেদ চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের জুনিয়র ক্লিনিশিয়ান ডা. মুরাদ খান, ডা. হাসান মামুন চৌধুরী, ডা. সুমন তালুকদার, ডা. জুয়েল মহাজন, ডা. রফিকুল ইসলাম, তপন কুমার চক্রবর্তী, জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!