হালিশহরে ৪৪ কোটির ১৬ উন্নয়ন প্রকল্প, চলছে রাস্তা-ড্রেন নির্মাণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডের উন্নয়নে ৪৪ কোটি ৩৭ লাখ টাকার মোট ১৬টি প্রকল্প চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী৷

শনিবার (১৭জুন) ওয়ার্ডের হযরত হাফেজ ছৈয়দ মুহাম্মদ মুনির উদ্দিন নুরুল্লাহ (রহ.) মাজারের রোড উদ্বোধন অনুষ্ঠানে মেয়র বলেন, ‘শহরের অন্যান্য ওয়ার্ডের তুলনায় উত্তর মধ্যম হালিশহর কিছুটা পিছিয়ে ছিল। এজন্য এই ওয়ার্ডের উন্নয়নে ৪৪ কোটি ৩৭ লাখ টাকার মোট ১৬টি প্রকল্প বাস্তবায়ন চলছে।’

তিনি বলেন, ‘সব রাস্তার সঙ্গে স্থায়ী আরসিসি ড্রেন নির্মাণ করা হচ্ছে। এই রাস্তা ও ড্রেন নেটওয়ার্কের কাজ শেষ হলে, এই ওয়ার্ডে আর জলাবদ্ধতা আর থাকবে না এবং ওয়ার্ডে শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে স্থানীয়দের কর্মসংস্থান বৃদ্ধি পাবে৷’

s alam president – mobile

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফরোজা কালাম, কাউন্সিলর আবদুল মান্নান, মোর্শেদ আলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা,তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশ, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোহাইমিনুল ইসলাম মাহি, ছৈয়দ এনামুল হক মুনীরী, মুসা আল নূরী, মোহম্মদ ইকবাল হোসেন, মো. হোসেন, মো. আলমগীর, মো. নুরুনব্বী, মো. নাছির উদ্দিন ,মোতাহের হোসেন, মো. হারুন, মো. আলী, মো. সোহেল।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!