s alam cement
আক্রান্ত
৩৫১০৮
সুস্থ
৩২২৫০
মৃত্যু
৩৭১

চট্টগ্রাম-সিলেট রুটে প্রথম ফ্লাইট উড়াবে বাংলাদেশ বিমান ১৭ মার্চ

0

সপ্তাহে দুই দিন চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। আগামী ১৭ মার্চ এ ফ্লাইট উদ্বোধন করা হবে।

সোমবার (৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘১৭ মার্চ থেকে চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে বাংলাদেশ বিমান ফ্লাইট পরিচালনা করবে। এর মাধ্যমে দুটি পাতা, একটি কুড়ির দেশ সিলেট ও বন্দর নগরী চট্টগ্রামের মধ্যে পর্যটনের বিকাশ ও বাণিজ্যিক উন্নয়নের সেতুবন্ধন তৈরী হবে।’

তিনি জানান, ‘চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটের টিকেট বাংলাদেশ বিমানের মোবাইল এ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে ক্রয় করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য www.biman-airlines.com অথবা ০১৯৯০৯৯৭৯৯৭ নম্বরে এ যোগাযোগ করতে পারবে।’

তবে মাত্র আট দিন পর ফ্লাইট চালু করলেও এখন পর্যন্ত সপ্তাহে কোন দুই দিন ওই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে তা নির্ধারণ করতে পারেনি বাংলাদেশ বিমান।

Din Mohammed Convention Hall

এএস/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm