চবিতে ভোররাতে আগুনে পুড়লো ৪ দোকান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে গাউছিয়া হোটেল, সাকিব ইলেক্ট্রনিক্স, ইব্রাহীম স্টোর ও তামিম টি স্টল।

স্থানীয়রা জানান, আগুনের সূত্রপাত হয় খলিলের মুদিখানার দোকান থেকে, যা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।

এক প্রত্যক্ষদর্শী জানান, আমরা হঠাৎ আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিই। পানি দিয়ে কেউ কেউ আগুন নেভানোর চেষ্টা করি। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিই এবং ক্যাম্পাসের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ করি। প্রাথমিকভাবে খাবারের দোকানের অভ্যন্তরীণ কোনো কারণেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত জানতে তদন্ত চলছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm