চট্টগ্রাম মেডিকেলে ইন্টার্ন ডাক্তারদের ‘কমপ্লিট শাটডাউন’, ৫ দফা দাবি

এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি না দেওয়াসহ পাঁচ দফা দাবিতে কমপ্লিট শাটডাউনে নেমেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসকেরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে ও জানিয়েছেন তারা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে কর্মবিরতি পালন করছেন তারা।

এদিকে চট্টগ্রাম মেডিকেলের প্রতিটি ওয়ার্ডে চিকিৎসাসেবায় গুরু দায়িত্ব পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। চমেক হাসপাতালে প্রায় ১৮০ জন ইন্টার্ন চিকিৎসক রোস্টার ডিউটি পালন করে। তাদের কর্ম বিরতিতে ওয়ার্ডের চিকিৎসা সেবা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। ইনডোর মেডিকেল অফিসারদের চিকিৎসক সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

দাবি আদায়ের লক্ষ্যে দুপুর ১২টায় ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের মানববন্ধন ও সমাবেশ করেছে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ চিকিৎসক লিখতে পারবে না। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। বিএমডিসি নিবন্ধন শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। ২০১০ সাল থেকে সরকার ম্যাটসদের (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া শুরু করেছে। এই ম্যাটসদের বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে।

একই দাবিতে চমেক শিক্ষার্থীরাও সকাল থেকে ক্লাস বর্জন করেছেন।

ইন্টার্ন চিকিৎসক জুবায়ের হাসনাত বলেন, কেনদ্রীয় নির্দেশে আমরা কর্মবিরতি পালন করছি। আমরা হাসপাতালের পরিচালককে আমাদের কর্মসূচি জানিয়ে স্মারকলিপি দিয়েছি।

জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার মো. তসলিম উদ্দীন বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতিতে, হাসপাতালে কর্মরত চিকিৎসকদের বাড়তি দায়িত্ব বন্টন করে সেবা কার্যকম চালিয়ে নেয়া হচ্ছে।’

আইএমই/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm