s alam cement
আক্রান্ত
৩৫১০৮
সুস্থ
৩২২৫০
মৃত্যু
৩৭১

চবিতে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মরত সাংবাদিক ও শিক্ষার্থীদের মাঝে একশ কপি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করেছে ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও চবি বঙ্গবন্ধু চেয়ার পদে অধ্যাপক ড. মুনতাসীর মামুনের যোগদান উপলক্ষে এই বই বিতরণ করে সংগঠনটি।

সোমবার (১৫ মার্চ) বেলা পৌঁনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এই বই বিতরণ করা হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলামের সৌজন্যে বইগুলো বিতরণ করা হয়।

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় চবি বঙ্গবন্ধু চেয়ার পদে নবনিযুক্ত অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেন, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হতে পেরেছিলেন কারন তিনি তাঁর লক্ষ্য থেকে কখনও বিচ্যুত হননি। একাগ্রতা ও সাহসিকতার জন্যই তিনি বঙ্গবন্ধু হয়েছেন। অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছেন। তরুণদের বলব অপশক্তির বিরুদ্ধে লড়াই করুন।’

ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম জেলা সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, বঙ্গবন্ধুর আত্মজীবনী তুলে দেওয়ার অর্থ প্রতীকী অর্থে বঙ্গবন্ধুকে আপনাদের হাতে তুলে দেওয়া। এর মাধ্যমে আপনাদের একটি দায়িত্ব দেওয়া হলো, আপনারা বঙ্গবন্ধুকে গভীরভাবে অধ্যয়ন করবেন।’

তিনি আরও বলেন, ‘১৯৭৫ সালের পর অন্ধকার মহাসমুদ্রে নিক্ষিপ্ত হয়েছি। এমন পরিস্থিতিতে দিকনির্দেশনার জন্য একজন ধ্রুবতারার প্রয়োজন ছিল। বঙ্গবন্ধু আমাদের সেই ধ্রুবতারা। আমাদের তার চেতনাকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে হবে।’

Din Mohammed Convention Hall

চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে আন্তর্জাতিক কমিটির মহাসচিব ও ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা শওকত বাঙালির যৌথ সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপনের আন্তর্জাতিক কমিটি কাতার প্রবাসী সদস্য জিয়াউদ্দিন জিয়া ও হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস‌এম রাশেদ প্রমুখ।

এমআইটি/এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm