s alam cement
আক্রান্ত
৩৫১০৮
সুস্থ
৩২২৫০
মৃত্যু
৩৭১

পিকআপের ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

0

চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় শংকর চন্দ্র বড়ুয়া (৬০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলা উদ্দিন তালুকদার।

সোমবার (১৫ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শংকর চন্দ্র বড়ুয়া কক্সবাজার জেলা উখিয়া উপজেলার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। নিহতের গ্রামের বাড়ি মিরসরাই জেলার হাইতকান্দি ইউনিয়নে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে মহাসড়ক পার হচ্ছিলেন শংকর চন্দ্র বড়ুয়া। এ সময় একটি পিকআপ ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm