s alam cement
আক্রান্ত
৫৮৭২৪
সুস্থ
৪৯১৭৭
মৃত্যু
৭০১

চবির আটকে পড়া শিক্ষার্থীদের নিয়ে বিভাগীয় শহরের উদ্দেশ্যে ছুটছে সাত বাস

0

পরীক্ষা দিতে এসে আটকে পড়া শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে বিভাগীয় শহরের উদ্দেশ্যে ছেড়ে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাতটি বাস। বাসগুলো ক্যাম্পাস থেকে ছেড়ে ঢাকা হয়ে আরিচা ফেরিঘাট, রাজশাহী সদর, রংপুর সদর ও সিলেট সদর পর্যন্ত যাওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) মধ্যরাতে বাসগুলো বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে একে একে ছেড়ে যায়।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহণ দপ্তরের প্রশাসক এস. এম মোয়াজ্জেম হোসেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দিতে ক্যাম্পাস থেকে সাতটি বাস ছেড়ে গেছে। এদের মধ্যে তিনটি বাস চবি ক্যাম্পাস থেকে ঢাকা-আরিচা ফেরিঘাট পর্যন্ত যাবে। এগুলোতে বাসে বরিশাল ও খুলনা বিভাগের শিক্ষার্থী উঠেছে।

অপর একটি বাস চবি ক্যাম্পাস-ঢাকা হয়ে রাজশাহী সদর যাবে। আরেকটি বাস বাস চবি ক্যাম্পাস-ঢাকা হয়ে রংপুর সদর যাবে। এছাড়া অপর একটি বাস চবি ক্যাম্পাস থেকে ঢাকা-ময়মনসিংহ হয়ে সিলেট সদর যাবে।

তিনি আরও বলেন, আজও শিক্ষার্থীদের জন্য দুইটি বাস ছাড়ার সম্ভাবনা আছে। দূরত্বের কথা চিন্তা বাস ছাড়ার সময় নির্ধারণ করা হবে।

Din Mohammed Convention Hall

এমআইটি/এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm