s alam cement
আক্রান্ত
৫৮৭২৪
সুস্থ
৪৯১৭৭
মৃত্যু
৭০১

সাতকানিয়ায় খুন করে কক্সবাজারে ধরা

0

চট্টগ্রামের সাতকানিয়ায় কাঠমিস্ত্রি আব্দুল গণি প্রকাশ রকি হত্যার প্রধান আসামিকে কক্সবাজারের সদর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার প্রধান আসামির নাম মো. মাঈনুদ্দীন (২৫)। সে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বারদোনা ৭ নম্বর ওয়ার্ড বালার পাড়ার আব্দুল গণির ছেলে।

বুধবার (৩০ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতকানিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, ২৪ জুন (বৃহস্পতিবার) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড দোভাষী পাড়া এলাকার বসু মতির পুকুরের পশ্চিম পাশে রেল লাইনে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলার সময় ঝগড়ার এক পর্যায়ে রকিকে মাঈনুদ্দীন ছুরিকাঘাত করে। পরে ২৫ জুন সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রকি মারা যান। ২৬ জুন রকির বাবা বাদি হয়ে সাতকানিয়া থানায় মামলা করলে সোহেল ও শফিকুল নামে ২ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এ বিষয়ে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, পূর্বে গ্রেপ্তার হওয়া আসামিদের তথ্য মতে রকি হত্যার প্রধান আসামি মাঈনুদ্দীনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm