করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধের অংশ হিসেবে অভ্যন্তরীণ সব ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। তবে শুধুমাত্র আন্তর্জাতিক ট্রানজিট যাত্রী পরিবহনের জন্য ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার গন্তব্যে স্বল্পসংখ্যক ফ্লাইট চলবে।
এদিকে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটের সকল ফ্লাইট বাতিল ঘোষণার কথা নিশ্চিত করে সংস্থাটির উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, শুধুমাত্র আন্তর্জাতিক ট্রানজিট যাত্রী পরিবহণের জন্য ঢাকা হতে চট্টগ্রাম, সিলেট ও কক্সজবাজার গন্তব্যে স্বল্প সংখ্যক ফ্লাইট পরিচালনা করা হবে।
উল্লেখ্য, এই ফ্লাইটগুলোতে শুধুমাত্র বিমানের টিকেটধারী আন্তর্জাতিক গন্তব্যের যাত্রীরাই ভ্রমণের সুযোগ পাবেন।
তিনি জানান, ১ থেকে ৭ জুলাইয়ের মধ্যে বাতিল করা ফ্লাইটগুলোর টিকেটধারী সকল যাত্রী এই টিকেটের মাধ্যমে কোন প্রকার অতিরিক্ত চার্জ প্রদান করা ছাড়াই পরবর্তীতে (বিমানের আসন খালি থাকা সাপেক্ষে) ভ্রমণের সুযোগ পাবেন।
বিস্তারিত তথ্যের জন্য বিমান বাংলাদেশের কল সেন্টার নাম্বারে (০১৯৯০ ৯৯৭ ৯৯৭) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে।
এএস/সিপি