চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চিকিৎসা অনুষদের নতুন ডিনের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতার।
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত এক অফিসে আদেশে এই দ্বায়িত্ব দেয়া হয়।
অফিস আদেশে বলা হয়, যোগদানের তারিখ হতে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে এ পদে দায়িত্ব পালনের জন্য তিনি ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।
এর আগে গত ২০ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান চমেক হাসপাতালের গাইনি এন্ড অবস বিভাগের অধ্যাপক ডা. সাহেনা আকতার।
এমআইটি/এমএহক