চবি আলাওল হলের নতুন প্রভোস্ট ফরিদুল আলম

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক মোহাম্মদ ফরিদুল আলম হয়েছে।

আগামী এক বছর তিনি এই দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) তিনি প্রভোস্টের দায়িত্ব গ্রহণ করেছেন।

এ বিষয়ে তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আগামী এক বছরের জন্য আমি আলাওল হলের দায়িত্ব গ্রহণ করেছি। হলের আবাসিক শিক্ষক, ছাত্রদের সম্মিলিত প্রচেষ্টায় হলের শান্তি শৃঙ্খলা বজায় রাখবো।’

তিনি বলেন, ‘পাশাপাশি আমাদের সীমিত সামর্থের মধ্যে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধাটা দেয়ার চেষ্টা করবো। দায়িত্ব পালনে সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’

এমআইটি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm