s alam cement
আক্রান্ত
১০২৪১৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩৩১

চার নারীকে ধর্ষণ: ৫ আসামির ডাবল যাবজ্জীবন, কারাগারে থাকতে হবে ৬০ বছর

0

চার বছর আগে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক বাড়িতে ঢুকে ডাকাতি ও নারী ধর্ষণের অভিযোগে দায়র করা মামলায় পাঁচ জনকে দুইবার করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এর ফলে প্রত্যেক আসামিকে ৬০ বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে। একই রায়ে অভিযোগ প্রমাণ না হওয়ায় একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬-এর বিচারক মো. মঈন উদ্দীন এ রায় দিয়েছেন।

দণ্ডিতরা হলেন— মিজান মাতব্বর, আবু সামা, মহিদুল ইসলাম, জহিরুল ইসলাম, ইলিয়াছ শেখ ও আব্দুল হান্নান ওরফে হান্নান মেম্বার। এদের মধ্যে আব্দুল হান্নান খালাস পেয়েছেন। ছয় আসামির মধ্যে ইলিয়াছ শেখ পলাতক আছেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম জানান, ডাকাতির অভিযোগে দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

ডাকাতি করতে ঢুকে ওই বাড়িতে নারী ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৩)/৩০ ধারায় একই সাজা ঘোষণা করেছেন বিচারক। রায় অনুযায়ী, দুই ধারায় তাদের ৩০ বছর করে মোট ৬০ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১২ ডিসেম্বর গভীর রাতে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের এক বাড়িতে ডাকাতির সময় তিন প্রবাসী ভাইয়ের স্ত্রী ও তাদের এক বোনকে ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলা দায়ের হয়।

ঘটনার ২১ মাস পর ২০১৯ সালের ৩০ আগস্ট তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম মহানগরের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

একই মামলায় ২০২০ সালের ২২ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। অভিযোগ প্রমাণে মোট ২১ জনের সাক্ষ্য নেওয়া হয়।

আইএমই/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm