চির নিদ্রায় শায়িত হলেন শহীদজায়া মুশতারী শফী

0

চির নিদ্রায় শায়িত হলেন বরেণ্য সাহিত্যিক, মুক্তিযোদ্ধা, শহীদজায়া বেগম মুশতারী শফী। সাদা কাফনে তাকে শায়িত করা হলো কবরে। এর আগে চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জোহরের নামাজের পর চৈতন্য গলি কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে চট্টগ্রামের মাটিতে মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে পৌঁছায় নারীনেত্রী, শহীদজায়া ও উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি বেগম মুশতারী শফীর মরদেহ। বুধবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ শেষবারের মতো এই মহীয়সী নারীকে শ্রদ্ধা জানান। সেখানে গার্ড অব অনার দেয় সিএমপির একটি চৌকস দল।

শহীদ মিনারে মুশতারী শফীর প্রতি স্মৃতিচারণ করেন কবি আবুল মোমেন, চবি উপাচার্য ড. শিরীণ আখতার, অধ্যাপক বেণু কুমার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, প্রমার সভাপতি রাশেদ হাসান প্রমুখ। উদীচী, কমিউনিস্ট পার্টি, সনাক, বোধন, প্রমা, খেলাঘর, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন জানিয়েছে শেষ শ্রদ্ধা।

প্রসঙ্গত, এক যুগেরও বেশি সময় ধরে উদীচী চট্টগ্রামের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন মুশতারী শফি। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার বেগম মুশতারী শফী দেশে প্রগতিশীল চেতনার বাতিঘর হিসেবে পরিচিত হয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অনন্য ভূমিকা পালনের জন্য তাঁকে বাংলা একাডেমি কর্তৃক ২০১৬ সালে ‘ফেলোশিপ’ প্রদান করা হয়।

গত সোমবার (২০ ডিসেম্বর) বিকেল চারটায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম মুশতারী শফী মারা যান ৮৩ বছর বয়সে।মুশতারী শফী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

আইএমই/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm