s alam cement
আক্রান্ত
৭৪২৬১
সুস্থ
৫৩৩৩৩
মৃত্যু
৮৬৮

ছিনতাই করেই চট্টগ্রাম নগরের ড্রেনের ভেতরে উধাও হয়ে যায় তারা

0

চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে ঘাপটি মেরে থাকে এরা। সুযোগ বুঝে পথচারীর কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নিয়ে ঢুকে যায় ড্রেনের নিচে। ভুক্তভোগীরা তো নয়ই, এমনকি পুলিশও তখন আর নাগাল পায় না তাদের। এরপর ছিনতাইকারীরা আবার নতুন শিকারের খোঁজে চষে বেড়ায় নগরীর সড়কগুলো।

চট্টগ্রাম নগরজুড়ে কিশোর অপরাধীদের নিয়ে গঠিত এরকম আরও অনেক ছিনতাইকারী চক্র সক্রিয়। তাদেরই দুজন ধরা পড়ল পুলিশের হাতে।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাত ৮টার দিকে নগরীর জিইসি মোড় এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে স্টিলের দুটি টিপ ছোরা উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার এ দুজন হলেন মো. সাকিব (২২) ও মো. হাসান (১৬)। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে খুলশী থানায়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ছিনতাইকারী চক্রটি দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন রাস্তায় ছুরি দেখিয়ে ছিনতাই করে পার্শ্ববর্তী কোনো ড্রেনে নেমে পড়ে। পরে এক ড্রেন থেকে অনায়াসে আরেক ড্রেন দিয়ে নিরাপদ জায়গায় চলে যায়।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm