টানা দ্বিতীয়বার কর্ণফুলীর চেয়ারম্যান হলেন ফারুক

ভাইস চেয়ারম্যান আমির, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। তার মোট প্রাপ্ত ভোট ২১ হাজার ২০। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র পদের মোহাম্মদ আলী আনারস প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৯৯৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আমির আহমদ চশমা প্রতীকে ১৮ হাজার ২৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী মো. মহিউদ্দীন মুরাদ উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ১৩ ভোট। অপর প্রার্থী আবদুল হালিম তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭৯৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারহানা মমতাজ ফুটবল প্রতীক নিয়ে ৩৫ হাজার ১৮৪ ভোট পেয়ে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বানাজা বেগম হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯০০ ভোট।

অপর দুই প্রার্থী মোমেনা আকতার নয়ন কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫৩৫ ভোট ও রানু আকতার বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯৫ ভোট।

বুধবার (২ নভেম্বর) রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ফল ঘোষণা করেন।

Yakub Group

দ্বিতীয় বারের মতো হওয়া এ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ১৬ হাজার ৫৭৩ জন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm