টিসিবির পণ্যে বেসরকারি কোম্পানির স্টিকার, আটক ৪

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় একটি দোকানে টিসিবির তেলের বোতলে অন্য প্রতিষ্ঠানের লোগো লাগিয়ে বিক্রি করার অপরাধে ৪ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় ওই দোকান থেকে টিসিবির লোগোযুক্ত ২ হাজার ৫৫২ লিটার সয়াবিন তেলও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, লক্ষ্মীপুর জেলার ধর্মপুর থানার আবুল কালামের ছেলে মো. খোরশেদ আলম, চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট তানার আদাতলা এলাকার মৃত ইলিয়াছের ছেলে আব্দুস সালাম (৪৭) ও মো. নয়ন (২২), একই জেলার গোমস্তাপুর থানার সাগরুইল এলাকার মো. এনামুল হকের ছেলে আল হাদী (২৪)।

রোববার (৯ জুলাই) রাতে বিসিএসআইআর গবেষণাগারের বিপরীতে কালাম স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়।

s alam president – mobile

সরকারী ভর্তুকি মূল্যে টিসিবির এসব তেল ১০০ টাকায় বিক্রি করার নির্দেশনা থাকলেও, সেখানে এসব ব্যবসায়িরা দোকানে অন্য সাধারণ তেলের মতো অধিক দামে বিক্রি করছে। ফলে সাধারণ ক্রেতারা বঞ্চিত হচ্ছে টিসিবির পণ্য ক্রয়ে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, বায়েজিদ বোস্তামি এলাকার বিসিএসআইআর গবেষণাগারের বিপরীতে কালাম স্টোরে অবৈধভাবে টিসিবির সয়াবিন তেল বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে টিসিবির লোগোযুক্ত ২ হাজার ৫৫২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে দোকানে মজুত রেখে টিসিবির লোগো সম্বলিত সয়াবিন তেলের বোতলে অন্য তেলের লোগো লাগিয়ে বিক্রি করে আসছে।

Yakub Group

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!