৯ মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে নাটোর থেকে গ্রেপ্তার করলো খুলশীর পুলিশ

চট্টগ্রামের খুলশী থানা পুলিশ ৯ মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে নাটোর থেকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১০ জুলাই) রাতে পলাতক আসামি ইলিয়াসকে নাটোরের বড় হরিশপুর এলাকার বাইপাস থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, চট্টগ্রামের খাতুনগঞ্জ, কদতলীর ফলমন্ডি, রেয়াজুদ্দিন বাজারসহ দেশের বিভিন্ন স্থানে নাম পরিচয় গোপন করে দেশ-বিদেশে ব্যবসার নামে প্রতারণা করে আসছিলেন ইলিয়াস। বিভিন্ন মেয়াদে ৯টি মামলায় তার সাজা হয়। তার ৭টি মামলা বিচারাধীন রয়েছে।

s alam president – mobile

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ চাকমা জানান, নাটোর থেকে এই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

জেএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!