টেকনাফের সাবেক এমপি বদির দিন কাটছে কাশিমপুর কারাগারের মেঝেতে
আলোচিত রাজনীতিক ও টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, যিনি ‘ইয়াবা ডন’ নামে পরিচিত। এখন তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের ছোট্ট সেলে বন্দি। একসময় রাজকীয় জীবনযাপনে অভ্যস্ত এই বিতর্কিত নেতা এখন সাধারণ কয়েদির মতো মেঝেতে বিছানা পেতে দিন কাটাচ্ছেন।
রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বদি হয়ে উঠেছিলেন আন্তর্জাতিক মাদক চক্রের গডফাদার। বিপুল অবৈধ সম্পদের মালিক এই সাবেক এমপি ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু মাদক ব্যবসার অভিযোগে তিনি ২০১৮ সালে দলের মনোনয়ন হারান। এরপর তার স্ত্রী ওই আসন থেকে এমপি হলেও মাদকের কালো ছায়া থেকে মুক্ত হতে পারেননি বদি।
শেখ হাসিনার সরকারের পতনের পর গত ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন তিনি। প্রথমে কক্সবাজার, পরে চট্টগ্রাম এবং সবশেষে তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়।
কারাসূত্র জানিয়েছে, বর্তমানে আব্দুর রহমান বদি সাধারণ কয়েদির খাবার খাচ্ছেন এবং মেঝেতে শুয়ে সময় কাটাচ্ছেন। সাবেক সংসদ সদস্য হওয়া সত্ত্বেও এখনও ডিভিশন সুবিধা পাননি তিনি। কক্সবাজার কারাগারে এই সুবিধা পেলেও কাশিমপুরে তার আবেদন প্রক্রিয়াধীন।
কাশিমপুর কারাগারের এক কর্মকর্তা বলেন, ‘গাজীপুর জেলা প্রশাসক অনুমতি দিলে বদিকে ডিভিশন সুবিধা দেওয়া হবে। এর আগে পর্যন্ত তাকে সাধারণ কয়েদির মতোই থাকতে হবে।’
ডিভিশন সুবিধা পেলে একটি বেড, টেবিল-চেয়ার, পত্রিকা ও ফ্যানের ব্যবস্থা করা হয়। তবে যেহেতু এখনও এ সুবিধা মেলেনি, তাই সাবেক এ এমপি কারাগারের নিয়মিত বন্দিদের মতোই দিন কাটাচ্ছেন।
জেজে/ডিজে