ট্রেনের সাথে সংঘর্ষে মাথা ফাটলো লেগুনা চালকের

0

ঢাকা থেকে চট্টগ্রাম আসা মহানগর প্রভাতী ট্রেনের সাথে লেগুনার সংঘর্ষে লেগুনা চালক আহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারী) দুপুর ১২টা ২০ মিনিটে রেলওয়ে পূর্বাঞ্চলের লাকসাম স্টেশনের অরক্ষিত গেইটে এ সংঘর্ষ ঘটে। আহত লেগুনা চালকের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী লাকসাম স্টেশনে যাত্রা বিরতির আগমুহুর্তে
লাকসাম স্টেশনের কাছে অরক্ষিত একটি লেভেল ক্রসিং অতিক্রম করছিলো একটি লেগুনা। এ সময় ট্রেন ছেড়ে দিলে ধাক্কা লাগে লেগুনার সঙ্গে। এতে প্রায় ২০ হাত দূরে ছিটকে পড়ে লেগুনাটি৷ এতে লেগুনা চালকের মাথা ফেটে যায়।

তাকে স্থানীয়রা দ্রুত হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায়।।

এ ব্যাপারে লাকসাম আরএনবি থানার চিফ ইন্সপেক্টর মো. ইয়াসিনের মুঠো ফোনে কল করেও তাকে পাওয়া যায়নি।

জেএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm