বিপিএলে চট্টগ্রামের কাণ্ডারি মেহেদী মিরাজ

0

বিপিএল শুরুর ঠিক আগেরদিন অবশেষে অধিনায়কের নাম ঘোষণা করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বঙ্গবন্ধু বিপিএলে বন্দর নগরীর দলটির নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাঁধে।

টিম মিটিংয়ের পর বৃহস্পতিবার (২০ জানুয়ারি) অধিনায়কের নাম ঘোষণা করেন আখতার গ্রুপ ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যানেজিং ডিরেক্টর কে এম রিফাতুজ্জামান। এ সময় অধিনায়ককে টিম ক্যাপ পরিয়ে দেন কোচ পল নিক্সন।

অধিনায়ক প্রসঙ্গে রিফাতুজ্জামান বলেছেন, ‘আমরা একটা পরিবার। পরিবারের সবাই মিলে আলোচনা করে কোচের সঙ্গে পরামর্শ করেছি। এমন একজনকে বেছে নেওয়ার চেষ্টা করা হয়েছে, যিনি গোটা পরিবারের দায়িত্ব নিতে পারবেন। যার কাছে দলটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর মিরাজ বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। এ বছর চট্টগ্রামের হয়ে প্রথম খেলছি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আমাকে যে সম্মান দিয়েছে, নিজের সেরাটা দিয়ে তার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ও উঠতি খেলোয়াড়দের নিয়ে দলটা গড়া হয়েছে, যারা আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবেন।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm