থানায় থানায় জরুরি চিঠি, বিএনপির কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ

0

সোমবার (২২ আগস্ট) থেকে দেশব্যাপী লাগাতার কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির কেন্দ্রীয় পর্যায় থেকে উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডে সভা, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করতে নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এমন অবস্থায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোও রয়েছে সতর্ক অবস্থায়।

পুলিশের উচ্চপর্যায় থেকেও স্থানীয় পর্যায়ে অগ্রিম তথ্য সংগ্রহপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।

রোববার (২১ আগস্ট) ‘আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে‘ শিরোনামে বিভিন্ন থানার ওসিদের কাছে পাঠানো পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই চিঠিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ২২ আগস্ট হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ঢাকাসহ সারা দেশের জেলা, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।’

চিঠিতে বলা হয়, ‘এমতাবস্থায়, উক্ত বিষয়কে কেন্দ্র করে আপনাদের স্ব-স্ব থানা এলাকায় যথাযথ সতর্কতা অবলম্বন, আইনশৃঙ্খলা রক্ষাসহ অগ্রিম তথ্য সংগ্রহপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হলো।’

জানা গেছে, এই চিঠি ইতিমধ্যে পাঠানো হয়েছে দেশের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাড়াও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অফিসগুলোতে।

Yakub Group

এদিকে বিএনপির পক্ষ থেকে দেশের প্রতিটি উপজেলা, থানা, পৌর এলাকায় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘২২ আগস্ট থেকে প্রতিদিন প্রতিটি জেলা, মহানগরের কমপক্ষে একটি উপজেলা, থানায় কর্মসূচি পালিত হবে। সেসব কর্মসূচিতে জেলার নেতারা এবং ওইসব জেলার অধিবাসী কেন্দ্রীয় নেতারা ও সাবেক সংসদ সদস্য উপস্থিত থাকবেন।’

জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ দ্রব্যমূল্য বৃদ্ধি, স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম ও ছাত্রদল নেতা নূরে আলম হত্যার প্রতিবাদে এসব কর্মসূচি পালন করা হবে।

দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে নির্দেশনায় বলা হয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের স্ব স্ব ইউনিটের নেতারা কর্মসূচি সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করবেন। এ বিষয়ে স্ব স্ব সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সার্বিক সমন্বয় করবেন এবং ইউনিটগুলোকে নির্দেশ দেবেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm