হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীরও একাধিক নারীর সাথে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নারীদের সঙ্গে তার কিছু সম্পর্ক শারীরিক ও কিছু সম্পর্ক শুধু ছিল মানসিকভাবে। এছাড়া হেফাজতে ইসলামের তান্ডবের সাথে নিজের সম্পৃক্ততার দায়ও স্বীকার করেছেন জাকারিয়া নোমান ফয়েজি।
বৃহস্পতিবার (৬ মে) বেলা ৩টায় চট্টগ্রাম নগরের দুই নম্বর গেটস্থ চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলার পুলিশ সুপার (এসপি) এসএম রশিদুল হক।
পুলিশ সুপার বলেন, ‘নোমান ফয়েজীকে গ্রেফতারের পর তার কাছ থেকে আমরা একটি মোবাইল সেট উদ্ধার করেছি। ওই মোবাইল সেটের সূত্র ধরে আমরা জানতে পারি, কিছু নারীর সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। যেটাকে আমরা এক্সট্রা মেরিটাল রিলেশন ও এক্সটা মেরিটাল ফিজিক্যাল রিলেশন বলি। ২ থেকে ৩ জনের সাথে এমন সম্পর্ক ছিল তার।’
তিনি বলেন, ‘এই ধরনের তথ্য আমাদের কাছে আগেও ছিল। তাকে জিজ্ঞাসাবাদে বিবাহবহির্ভূত সম্পর্ক এবং বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্ক তথা দুই ধরনের সম্পর্কের কথা তিনি স্বীকার করেছেন।’
তবে আপাতত তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু প্রকাশ করতে চান না জানিয়ে এসএম রশিদুল হক বলেন, ‘তার মোবাইল থেকে আমরা বেশকিছু চ্যাট (কথপোকথন) পেয়েছি, যাদের সঙ্গে তার সম্পর্ক ছিল। আমাদের হাতে সেগুলো আছে, তবে তদন্তের স্বার্থে সেগুলো প্রকাশ করছি না।’
জাকারিয়া নোমান ফয়েজী এসব সম্পর্কের কথা নিজেও স্বীকার করে নিয়েছেন জানিয়ে পুলিশ সুপার বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি তার সঙ্গে কথা বলেছি এবং বলেছি আপনার যে লক্ষ্য উদ্দেশ্য এবং আপনি যে পোশাক পরেন সেটির সঙ্গে আপনার এই চরিত্র যায় কি-না? তখন তিনি বলেছেন মানুষমাত্রই ভুল হয়।’
হেফাজতের সাম্প্রতিক তান্ডবের সাথে নিজের সম্পৃক্ততা স্বীকার করে নেওয়া প্রসঙ্গে জেলা পুলিশ সুপার বলেন, ‘তিনি হাটহাজারী থানায় দায়ের করা ৩টি মামলার এজহারভুক্ত আসামী। এসব মামলা ছাড়াও তিনি যেহেতু হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা সেহেতু সারাদেশের নানান সহিংস ঘটনার সাথে উনার সম্পৃক্ততার বিষয়টি আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। আমরা এসব বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে তাকে রিমান্ডের আবেদন করেছি। একটু আগে খবর পেলাম আদালত তার রিমান্ড মঞ্জুর করেছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে এসব বিষয়ে আরও বিস্তারিত জানতে পারলে আমরা সেসব তথ্যও আপনাদের তদন্তের সুবিধা অনুযায়ী জানাবো।’
এআরটি/এমএফও